নির্যাতিতা ও তার স্বজনরা জানান, গত দুই দিন আগে নুর হোসেন তাদের এক বিয়ের অনুষ্ঠানে আসে। ওই কিশোরীর (১৪) সঙ্গে পরিচয় হয়। শনিবার সন্ধ্যায় নুর হোসেন ওই কিশোরীকে কৌশলে বাড়ির গোয়াল ঘরে নিয়ে ধর্ষণ করে। কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে নুর হোসেন পালিয়ে যায়।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন বলেন, এ ঘটনায় নির্যাতিতা কিশোরীর বোন বাদী হয়ে নুর হোসেনকে আসামি করে শনিবার রাতে সোনাইমুড়ী থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ রোববার অভিযান চালিয়ে সেনবাগের ছাতারপাইয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, নির্যাতনের শিকার কিশোরীকে রোববার দুপুরে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে।
নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আরএমও সৈয়দ মহি উদ্দিন আবদুল আজিম জানান, রোববার দুপুরে এক কিশোরীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।
Leave a Reply