নোয়াখালী:
নোয়াখালীর বেগমগঞ্জের অনন্তপুর গ্রামে গৃহবধূ বিবি কুলসুম রুমাকে মারধর করে মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগ উঠেছে। এ হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে নিহতের স্বজনরা।সোমবার (২৯ মার্চ) বেলা সাড়ে ১১টায় নোয়াখালী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে, গত ২৫ মার্চ (বৃহস্পতিবার) হত্যার ঘটনা ঘটে।
মানববন্ধন-সমাবেশে স্বজনরা অভিযোগ করেন, স্বামী আলা উদ্দিন নিশু ও তার পরিবারের সদস্যরা যৌতুকের জন্য প্রায়ই রুমাকে নির্যাতন করতো। সর্বশেষ গত ২৫ মার্চ তাকে মারধর করে মুখে বিষ ঢেলে হত্যা করে তারা। এ ঘটনায় থানায় মামলা হলেও পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করেনি। নিহতের স্বজনরা আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় বিচারের দাবি জানান।
Leave a Reply