বৃহস্পতিবার জুম মিটিংয়ে সংবাদমাধ্যমকে দেয়া বক্তব্যে তামিম নিজেই বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আমি আসার আগেই (নিউজিল্যান্ড) নির্বাচক ও টিম ম্যানেজমেন্টকে জানিয়েছি—ব্যক্তিগত কারণে টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারবো না। ওয়ানডে সিরিজ শেষে দেশে ফিরে যাবো। আশা করছি, দল টি-টোয়েন্টিতেও ভালো করবে। ওয়ানডেতেও ভালো করবে।
টি-টোয়েন্টি সিরিজ খেলতে না পারার আক্ষেপ ঝরল তার কণ্ঠে—আমরা যখনই নিউজিল্যান্ড সিরিজ নিয়ে কথা বলছি এর সঙ্গে টি-টোয়েন্টি সিরিজও যুক্ত। আমি শুধু ওয়ানডে অধিনায়ক বলেই যে এই ফরম্যাটে ভালো করতে চাই, জিততে চাই এমন না। এর সঙ্গে টি-টোয়েন্টি সিরিজও যুক্ত।
দুই দলের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৮ মার্চ, হ্যামিল্টনে। শেষ দুই ম্যাচ হবে ৩০ মার্চ ও ১ এপ্রিল। ম্যাচ দুটি হবে নেপিয়ার ও অকল্যান্ডে।
তামিম ইকবাল টি-টোয়েন্টি না খেলায় বড় শক্তি হারাচ্ছে বাংলাদেশ। মাহমুদউল্লাহর দলে আগের থেকেই নেই সাকিব আল হাসান। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে সিরিজে নেই বাঁহাতি স্পিন অলরাউন্ডার।
Leave a Reply