নোয়াখালীঃ
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমির বঙ্গবন্ধু মুক্তমঞ্চে নোয়াখালী জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত
বঙ্গবন্ধুর ভাষণ, রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন ও নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালীর জেলা প্রশাসক খোরশেদ আলম খান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেন, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এডিএম তরিকুল আলম।
অনুষ্ঠানে বিভিন্ন গ্রুপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, গ গ্রুপে নোয়াখালী সরকারি কলেজের ছাত্র ও বীর মুক্তিযোদ্ধার সন্তান শাকিবুল ইসলাম আবৃত্তিতে ১ম স্হান অর্জন করে পুরস্কার জিতেছেন।
বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা নোয়াখালী জেলা শাখার সভাপতি মিজানুর রহমান বঙ্গবিপ্লব, এমদাদ হোসেন কৈশোর,
পানা উল্যা।
অনুষ্ঠানের পরবর্তীতে মুক্তিযুদ্ধ ভিক্তিক মঞ্চ নাটক “লাল জমিন” মঞ্চস্হ করা হয়। লাল জমিন নাটকে একক অভিনয় করেন জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী মোমেনা চৌধুরী।
Leave a Reply