নোয়াখালী : জেলার সদর উপজেলার ধর্মপুরে বৈদ্যুতিক শটসার্কিটের আগুনে পুড়ে নি:স্ব হয়েছে মুদি দোকানী মো. রুবেল। বুধবার রাতের সংঘটিত অগ্নিকান্ডের ঘটনায় কয়েক লাখ টাকা মূল্যমানের জিনিসপত্র পুড়ে ছাঁই হয়েছে তার।
রুবেল হতাশ ও বিষন্ন চিত্তে জানান, এ দোকানটিই ছিল তার পরিবারের একমাত্র রুজি রোজগারের অবলম্বন। এ দোকানের আয় রোজগার দিয়ে তার পরিবারটি মোটামুটি ভাল চললেও হঠাৎ আগুনে পুড়ে বর্তমানে বেকার হয়ে পথে বসেছেন তিনি।
ধর্মপুরের ইসহাক তালুকদার এলাকার রুবেল ষ্টোরের মালিক মো. রুবেল বলেন, তার আর কোন সহায় সম্বলও নেই যে আবারো চালান খাঁটিয়ে কিছু করার চেষ্টা করবেন।
এছাড়া দোকানে থাকা বাকী পাওনার হিসাবের খাতাপত্রও পুড়ে ছাঁই হয়ে যাওয়ায় পাওনাদারদের থেকেও সহজে কোন টাকা পয়সা আদায় করতে পারা নিয়ে সন্দেহ প্রকাশ করে হতাশ হন রুবেল।
¯’ানীয় সাবেক ইউপি সদস্য কামরুল হাসান এ ঘটনায় দু:খ প্রকাশ করে বলেন, তিনি পুড়ে যাওয়ায় ¯’ানটি দেখেছেন। চাল, ডাল, ময়দা, আটা হতে শুরু করে কোন কিছুই অবশিষ্ট নেই। রুবেলের পরিবারের রোজগারের জায়গাটি পুড়ে ছাঁই হয়ে যাওয়ায় তিনিও অত্যন্ত মর্মাহত হয়েছেন।
Leave a Reply