বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) রাতে একদল যুবক দেশীয় অস্ত্র হাতে নিয়ে সোনাইমুড়ি পৌরসভার বিএনপির মনোনীত মেয়রপ্রার্থী মোতাহার হোসেন মানিকের বাড়িতে হামলা চালায়। এ সময় তারা তার বাড়িতে বিভিন্ন জায়গা হামলা ভাঙচুর চালিয়ে ভীতিকর পরিস্থিতি তৈরি করে। একইসাথে তার নির্বাচনী প্রচারের মাইক ভাঙচুর করে চলে যায়।
হামলার প্রতিবাদে আজ শুক্রবার দুপুরে নিজ বাড়িতে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এসব অভিযোগ তুলে ধরেন। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
এদিকে নৌকা সমর্থিত মেয়র প্রার্থী নুরুল হক জানান, এটি উদ্দেশ্য প্রণোদিত এবং ভিত্তিহীন। এ বিষয়ে আমাকে নিয়ে অপপ্রচার করা হয়েছে, এর সাথে আমার কোনো সম্পর্ক নেই। বরং সে নিজেকে পরাজয় মেনে এ ধরনের পরিস্থিতি তৈরি করেছে।
Leave a Reply