এফপিএবি’র জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট এটিএম ফিরোজ আলম আজাদের সভাপতিত্বে ও জেলা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ নুরুল আলম লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা জাহান উপমা, বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাবুবর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুব্রত রায়, উপজেলা যুব কর্মকর্তা নার্গিস আরা বেগম।
এ সময় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, মাদ্রাসা সুপার, সাংস্কৃতিককর্মী, ইমাম সমিতির নেতা, যুবক সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
অ্যাডভোকেসি সভায় এফপিএবি নোয়াখালী শাখার বিভিন্ন সেবামূলক ও জনসচেতনতামূলক কর্মকান্ড তুলে ধরে জানানো হয়, সমিতির ‘সিএসই’ প্রকল্পের আওতায় শিক্ষা প্রতিষ্ঠানে যুব কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় স্থানীয় পর্যায়ের মানুষদের যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবা নিশ্চিত করা এই অ্যডভোকেসি সভা আয়োজন করা হয়।
Leave a Reply