নয়া সকাল প্রতিবেদক:
নোয়াখালীতে চিকিৎসকদের ভুল চিকিৎসায় শিশুর পেট কাটার প্রতিবাদে মানববন্ধন পালন করেছে শিশুর স্বজন ও মানবাধিকার সংগঠনের লোকজন। বৃহস্পতিবার দুপুরে নোয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ভুল রিপোর্টে চিকিৎসকরা তিন বছরের মেয়ের পেটের অপারেশন করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। ঢাকায় ১ মাস চিকিৎসার পরে ওই শিশুটি সুস্থ হয়ে ওঠেন।
ডাক্তারদের এমন ভুল চিকিৎসার জন্য তাদের বিচারের দাবি জানানো হয়। এছাড়া ডাক্তার এবং ওই হাসপাতালের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে তাদের বিচারের আওতায় আনারও দাবি জানান বক্তারা।
Leave a Reply