নয়া সকাল প্রতিবেদক:বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক ওর্নাস এসোসিয়েশন নোয়াখালী সদর উপজেলা শাখার উদ্যোগে নোয়াখালীর নতুল জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খানকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
১৫ জুলাই বুধবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে জেলার স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সমূহের আয়োজনে নবাগত জেলা প্রশাসকের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক ওর্নাস এসোসিয়েশন সদর উপজেলা শাখার সভাপতি ও সিটি হস্পিটালের চেয়ারম্যান ডা. মোহাম্মদ ফিরোজ এবং সাধারন সম্পাদক ও রয়্যাল হসপিটাল ইউনিট-২ এর ব্যবস্থাপনা পরিচালক বোরহান উদ্দিন আহমেদ মিঠু।
এ সময় উপস্থিত ছিলেন- প্রাইভেট ক্লিনিক এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ও মর্ডান হস্পিটালের চেয়ারম্যান মিয়া মোহাম্মদ শাহজাহান, সাংগঠনিক সম্পাদক ও ট্রাস্ট ওয়ান হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আক্তার উদ্দীনসহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ।এ সময় জেলা প্রশাসক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন এবং স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট সার্বিক বিষয়ে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
Leave a Reply