নয়া সকাল প্রতিবেদক:
কথাসাহিত্যিক সাদত আল মাহমুদ। একজন ভাই। একজন বন্ধু। একজন সাহিত্যপ্রেমি স্বজন। বেশ অনেকদিন ধরেই তার সঙ্গে সখ্যতা। এই সুবাদে সাম্প্রতিক বইমেলায় প্রকাশিত হওয়া তার সদ্য যৌবনদীপ্ত বই ‘এক আনা মন’ পড়েছি। কিছু কথা লিখবো লিখবো করে লেখা হয়ে উঠছে না। সে যাই হোক, দুটি কথা না বলেই পারছি না।
সাদত ভাই রসবোধের ঝুলি নিয়েই লিখতে বসেন। শাসনের সঙ্গে শোষণের শুধু নয়, বাঁধনেরও যে অনন্য এক মিথস্ক্রিয়া রয়েছে; তা বেশ ভালোভাবেই রপ্ত করেছেন তিনি। যার বহিঃপ্রকাশ ‘এক আনা মন’। ইতিহাসকে আশ্রয় করে নিজে আশ্রিত হয়ে জেঁকে বসেননি। কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার ও হিংসা-এই ষড়রিপুর সাথে ভালবাসাকে নিয়ে এসেছেন ভাষার অনুরণনে। এ যেন কথা-কথকতার কণ্ঠহার।
‘এক আনা মন’-আসলে কী আছে এতে?
-সাহিত্যরসে ভরপুর ইতিহাসের রোজনামচা
-ইংরেজ-সৈয়দ-দেওয়ানদের রক্তচক্ষু, শোষণ, অত্যাচার, অনাচার
-নর্তকীর দুঃখ
-প্রজাদের হাহাকার
-অন্দরমহলের চাপা ক্ষোভ-কান্না
-ডানপিটে শৈশব
-প্রকৃতি ও পরিবেশের অপূর্ব ব্যঞ্জনা
-বাংলার রং,রূপ ও সৌরভের ছোঁয়া
-ধনী-গরীব, সৈয়দ-নর্তকীর দ্বন্দ্ব
-প্রতিকূল বাস্তবতা ও খোলসে আবৃত সময়ের টানাপোড়েন
-প্রতাপশালীদের কর্মচারীর অসহায়ত্ব
-অসম সম্পর্ক
-তৎকালীন কলকাতা, পাঠাভ্যাস ও উড়ন্ত বলাকার অস্থিরতা
-বন্ধুত্ব,মোহ ও ভালবাসা
-তৎকালীন গ্রামীণ শিক্ষা ব্যবস্থা
-কুকুর ও মানুষের ভালবাসার সম্পর্কের ভাগাভাগি
-সমাজের নোংরা মানুষের নিকৃষ্ট মনোভাব
-কুৎসিত অস্থিরতায় ঘরহারা অসহায় মা-মেয়ে
-বাংলা সাহিত্য ও সংস্কৃতির উত্থানগত ঐতিহাসিক দলিল
-সম্মান বনাম সংসার
-ভঙ্গুর বাস্তবতা
-রাজনীতি, সমাজনীতি ও উদরনীতির মিশ্রণ
-ইংরেজ শাসন, হটাও আন্দোলন, দেশভাগ
-একদিনেই মানচিত্রের দু’ভাগ ও তৎকালীন পরিস্থিতি
-নর্তকীতনয়া নয়, মানবনন্দিনীর উত্থান
-মন ও মানসিকতার অন্তর্জাল
-অস্থির মানসিকতাকে চপেটাঘাত এবং পরিশেষে বিপ্রলম্ভ শৃঙ্গার
সব মিলিয়ে কিছু সমালোচনার অংশ বাদ দিলে তদানীন্তন ভারতবর্ষের প্রেম ও অস্থির সময়ের উপাখ্যান বলা যায় ‘এক আনা মন’ উপন্যাসটিকে। এক অঙ্গে এত রূপ ধরার পর তাকে সুন্দরী বলাই শ্রেয়। কারণ, খাদ না থাকলে সোনা হয় না। অনেক ভাল ভাল বিষয় আছে, জানার, বোঝার। সে সময়ের গল্প এই সময়ে লেখাটা বেশ দুঃসাহসের। তাই সাহিত্যকর্মী ভাইটির প্রতি রইল ভালবাসা। আজকাল অনেকেই প্রেরণা যোগানো ছেড়ে দিয়েছেন। আমি সেই দলে নাইবা গেলাম। অনুপ্রেরণা দিচ্ছি সাদত আল মাহমুদ ভাই। এগিয়ে যান। আরও লিখুন। সাহিত্য চর্চার বিষয়। থামবেন না। আরও লেখা চাই।
#একআনামন
#সাদতআলমাহমুদ
#অস্থিরসময়েঅস্থিরঘটনাপ্রবাহ
Leave a Reply