নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীতে করোনা ভাইরাস দিনদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এখন পর্যন্ত নোয়াখালীতে ৯১ জনের করোনা শনাক্ত হয়েছে । মারা গিয়েছে ৩ জন। নোয়াখালী করোনার হটস্পট বেগমগঞ্জ চৌমুহনী। বেগমগঞ্জে এখন পর্যন্ত শনাক্ত হয়েছে ৫১ জন। এরপরের অবস্থানই নোয়াখালী সদরের। এখানে শনাক্ত হয়েছে ১৪ জন।
গত ১১ এপ্রিল নোয়াখালীকে লক ডাউন করার পর দুই দিন না যেতেই দিন দিন ভেঙ্গে পড়ে লকডাউন। বর্তমানে ঈদকে সামনে রেখে নোয়াখালী জেলা সুপার মার্কেটসহ মাইজদীতে অবস্থিত সকল মার্কেটে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। কোন নিয়ম নীতির তোয়াক্কা না করায় করোনার সবচেয়ে ঝুকিতে রয়েছে মাইজদি শহর।
এ অবস্থায় ঝুকি মোকাবেলার জন্য নোয়াখালী সদরকে পূণরায় লকডাউন ঘোণষা করেছেন সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী।
তিনি এক ভিডিও বার্তার মাধ্যমে জানান, যে জনগণের ভোটে তিনি সংসদ নির্বাচিত হয়েছেন। সেই জনগণকে তিনি কোন অবস্থায় ঝুঁকির মধ্যে ফেলতে পারেন না। তাই নোয়াখালী জেলা প্রশাসক তন্ময় দাস ও জেলা পুলিশ সুপারের নোয়াখালী সদরকে লকডাউন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
Leave a Reply