নয়া সকাল বিনোদন :
প্রথমবারের মতো একইফ্রেমে যুক্ত হলেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী ফারজানা ছবি ও তার ছেলে অনির্বাণ সরকার।শিরোনামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে তাদের দেখা যাবে। ছবি তার নিজের বাসাতেই এটির শুটিং করেছেন বলে জানান। পরিচালনা করেছেন অসীম গোমেজ। চলচ্চিত্রটি প্রসঙ্গে ছবি বলেন, করোনায় আক্রান্ত একজন রোগীর অতীত, বর্তমান ও আক্রান্ত ব্যাক্তির মৃত্যুর পর তার পরিবারের লড়াই করে বেঁচে থাকার গল্প তুলে ধরা হয়েছে এটিতে। স্বাস্থ্যবিধি মেনে নিজেদের বাসায় থেকেই এর শুটিং করেছি। এ স্বল্পদৈর্ঘ্য দিয়েই অভিষিক্ত হচ্ছে আমার ছেলে অনির্বাণ সরকারের। এছাড়াও স্বল্পদৈর্ঘ্যটির চিত্রগ্রহণে ছিলেন ফারজানা ছবির স্বামী তন্ময় সরকার।
খুব শিগগির একটি ওয়েব পোর্টালে এটি মুক্তি পাবে। এদিকে বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে ছবির একাধিক ধারাবাহিক নাটক। তার হাতে আছে কায়সার আহমেদের ‘বকুলপুর, সৈম্য নজরুলের ‘মেছো তোতা গেছো ভূত, মুজিবুর রহমান খোকনের ‘আরশীনগর’ ও অরণ্য আনোয়ারের ‘চান্দের বুড়ী নোয়াখালী’ শিরোনামের ধারাবাহিকটি। চলতি বছরের শুরুতে ‘জয়নগরের জমিদার’ শিরোনামের একটি চলচ্চিত্রেও তাকে দেখা গেছে।
Leave a Reply